নৌকা ডুবানোর অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ: এম আব্দুল লতিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ডিসেম্বর ২৪, ১০:১৫ অপরাহ্ন

ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস, বিজয়ের মাসে বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে নৌকা ডুবানোর সকল অপচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করছেন চট্টগ্রাম ১১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাংসদ এম আব্দুল লতিফ। 

শনিবার ২৩ ডিসেম্বর রাতে নগরীর ২৭ নং ওয়ার্ডস্থ  একটি কমিউনিটি সেন্টারে নৌকা প্রতিকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লতিফ আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে নয় বরং বিশ্বকে পিছনে ফেলে গ্লোবাল রাজনীতির সকল সংকট মোকাবেলা করে চৌকস কূটনৈতিক সাফল্য দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সে উন্নয়ন টেকসই করে দেশকে উন্নত রাষ্ট্রের সমমর্যাদায় নিয়ে যেতে আবারো দেশরত্ন শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দরকার। অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে নব পরিচয়ের বাংলাদেশের নিপুণ কারিগর জননেত্রী শেখ হাসিনার আবারো সরকার গঠনের লক্ষে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি। 

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে নুর উদ্দিন মারুফ ও হাসান তারেক সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম ১১ আসনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সচিব জাকের আহমদ খোকন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মান্নান, পশ্চিম মহল্লার সভাপতি হাজী জামাল, সহ সভাপতি মনির আহমদ, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আওয়ামীলীগ নেতা এসকান্দর মির্জা, হিন্দু পাড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক অপু, সাইফুল ইসলাম, মোহাম্মদ জাফর, আলী আকবর, তাজুল ইসলাম তাজু, মাসুদ পারভেজ,এহেতামাশ জিসান, নুর এলাহি জনি, মিশু শীল,ফারহান আসিফ, নাবিল আকাশ প্রমূ্খ।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework